ইসরাইল কখনোই গাজা ত্যাগ করবে না : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

গত মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে বসতি স্থাপনের পরিকল্পনা সম্পর্কে কাটজ একই রকম মন্তব্য করেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রতিরক্ষমন্ত্রী ইসরাইল কাটজ
ইসরাইলি প্রতিরক্ষমন্ত্রী ইসরাইল কাটজ |সংগৃহীত

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরাইল কখনোই গাজা উপত্যকা ত্যাগ করবে না। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটির চারপাশে একটি বিস্তৃত নিরাপত্তা অঞ্চল তৈরি করা হবে এবং উত্তরাঞ্চলে বসতি স্থাপনের অনুমতিও দেয়া হবে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, একটি শিক্ষা সম্মেলনে ভাষণ দেয়ার সময় কাটজ বলেছেন, গাজায় স্থায়ী উপস্থিতি বজায় রাখবে ইসরাইল এবং এর চারপাশে একটি বিস্তৃত নিরাপত্তা বাফার জোন স্থাপন করবে।

এর আগে, গত মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে বসতি স্থাপনের পরিকল্পনা সম্পর্কে কাটজ একই রকম মন্তব্য করেছিলেন।

কাটজ বলেন, ‘সময় এলে গাজার উত্তরাঞ্চলে নাহাল আউটপোস্ট (বসতি) সংগঠিতভাবে স্থাপন করা সম্ভব হবে।’

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুসারে, নাহাল আউটপোস্ট হলো ইসরাইলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত একটি যুবভিত্তিক বসতি কাঠামো। নাহাল ব্রিগেড সামরিক পরিষেবার পাশাপাশি বসতি স্থাপনের কার্যক্রমও পরিচালনা করে।

গণমাধ্যম সূত্রে আরো জানা গেছে, কাটজের মন্তব্যের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিল, ইসরাইলি সরকার গাজায় বসতি স্থাপনের চেষ্টা করছে না। তবে বৃহস্পতিবার তিনি পুনরায় বসতি স্থাপনের কথা জানান।

২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজার ওপর এক নৃশংস যুদ্ধ শুরু করেছিল ইসরাইল। এতে এখন পর্যন্ত ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরো এক লাখ ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত একটি চুক্তির ভিত্তিতে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল নিয়মিত তা লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত ৪১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি