ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রতিক্রিয়ায় যা বলল হামাসের ভ্রাতৃপ্রতীম সংগঠন

ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ-পরবর্তী শাসন তদারকির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন, তার সমালোচনা করেছে হামাসের ভ্রাতৃপ্রতীম সংগঠন ইসলামিক জিহাদ।

নয়া দিগন্ত অনলাইন
ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রতিক্রিয়ায় যা বলল হামাসের ভ্রাতৃপ্রতীম সংগঠন
ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রতিক্রিয়ায় যা বলল হামাসের ভ্রাতৃপ্রতীম সংগঠন |সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ-পরবর্তী শাসন তদারকির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন, তার সমালোচনা করেছে হামাসের ভ্রাতৃপ্রতীম সংগঠন ইসলামিক জিহাদ।

শনিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি ‘বোর্ড অব পিস’-এর গঠন নিয়ে সমালোচনা করে জানায়, এটি ইসরাইলের স্বার্থ রক্ষা করে।

গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, বোর্ডটি ‘ইসরাইলি মানদণ্ড অনুযায়ী এবং দখলদারিত্বের স্বার্থে’ গঠিত হয়েছে।

এদিকে, ওয়াশিংটন জানিয়েছে যে গাজা পরিকল্পনা দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে—যেখানে যুদ্ধবিরতি বাস্তবায়ন থেকে এগিয়ে হামাসকে নিরস্ত্রীকরণে গুরুত্ব দেয়া হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের ইসরাইলের ওপর হামলার পরই ব্যাপক ইসরাইলি অভিযান শুরু হয়।

সূত্র : এএফপি/বাসস