গাজা সিটি ও উত্তর গাজায় ফিরছেন বাস্তুচ্যুতরা

গাজা সিটি ও উপত্যকার উত্তরাঞ্চলীয় শহরে ফিরে যাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

নয়া দিগন্ত অনলাইন
গাজায় ফিরছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
গাজায় ফিরছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা |আল জাজিরা

গাজা সিটি ও উপত্যকার উত্তরাঞ্চলীয় শহরে ফিরে যাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। শুক্রবার (১০ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি ও উত্তর গাজার দিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঢল নেমেছে। তারা রশিদ সড়ক ও সালাহ উদ্দিন সড়ক ধরে এসব এলাকায় প্রবেশ করছে। নতুন চুক্তি অনুযায়ী ইসরাইলি বাহিনী নতুন সীমারেখায় সরে যাওয়ার পর ফিলিস্তিনিরা ফিরতে শুরু করেছে।

আল জাজিরার সংবাদদাতা গাজা থেকে জানিয়েছে যে ইতোমধ্যে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা সিটিতে পৌঁছে গেছেন। তারা শত বিপদ-আপদের আশঙ্কা উপেক্ষা করে ফিরে আসছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব এলাকা থেকে ইসরাইলি বাহিনীকে প্রত্যাহার করা হবে, সেখানে তাদের বাহিনী মোতায়েন করে শৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে।

সূত্র : আল জাজিরা