আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান নিশ্চিত করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। একইসাথে তিনি জোর দিয়ে বলেছেন, তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) মধ্যে রয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিউইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, নিউইয়র্ক বা ভিয়েনায় ইরানকে ঘিরে কোনো প্রস্তাব গৃহীত হলে আচরণের এক ধরনের পুনরাবৃত্তি দেখা যায়।
তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপের ফলে প্রায়শই তেহরান ‘আমাদের সাথে তাদের সহযোগিতা হ্রাস’ করে। তিনি দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন, ইরানি প্রতিপক্ষদের কাছে বিষয়টি তিনি বারবার উত্থাপন করেছেন।
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সাম্প্রতিক ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করার পর ইরান তার প্রতিক্রিয়ায় আইএইএর সাথে সহযোগিতা পর্যালোচনা করার সিদ্ধান্ত জানায়। তবে গ্রোসি জানান, ইরানি কর্মকর্তারা সংস্থাটিকে আশ্বস্ত করেছেন যে তারা এখনো পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির কাঠামোর মধ্যেই থাকতে চায়। যা তিটি ‘বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন, জুন মাসে ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধের পর নিরাপত্তার কারণে ইরান থেকে তার পরিদর্শকদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল আইএইএ। তারপর থেকে তিনি তেহরানের সাথে ‘এই সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা’ করছেন।
এছাড়াও তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও অন্যান্য কর্মকর্তাদের সাথে ‘প্রায়ই যোগাযোগ’ করছেন বলেও জানান।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
 
 



