ইসরাইলি খেলোয়াড়দের ভিসা দিলো না ইন্দোনেশিয়া

ইসরাইলি জিমন্যাস্ট খেলোয়াড়দের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া। শুক্রবার তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দেশটি।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি খেলোয়াড়দের ভিসা দিলো না ইন্দোনেশিয়া
ইসরাইলি খেলোয়াড়দের ভিসা দিলো না ইন্দোনেশিয়া |আল জাজিরা

ইসরাইলি জিমন্যাস্ট খেলোয়াড়দের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া। শুক্রবার তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দেশটি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়া ইসরাইলি জিমন্যাস্ট খেলোয়াড়দের ভিসা দেয়নি। এতে তারা চলতি মাসে জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়ানশিপে অংশ নিতে পারছে না।

এদিকে, জাতিসঙ্ঘের সাংস্কৃতিক অধিকার বিষয়ক সংস্থা আন্তর্জাতিক সকল ক্রীড়া প্রতিযোগিতা থেকে তাদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।

কথা ছিল, আন্তর্জাতিক এই চ্যাম্পিয়ানশিপে অক্টোবরের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত সময়ে ইসরাইলি দল অংশগ্রহণ করবে।

ইন্দোনেশিয়ার আইনমন্ত্রী ইউসরিল ইসা মহেন্দ্র বলেছেন, তার দেশ ইসরাইলি খেলোয়াড়দের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাকার্তা প্রশাসন ও স্থানীয় আলেমদের পক্ষ থেকে আপত্তির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইন্দোশিয়া ইসরাইলের সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়। তাদের এই নীতির অধীনেই উল্লেখিত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা