সিরিয়ার কর্তৃপক্ষ মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সাথে যৌথ অভিযানে দামেস্ক অঞ্চলে একজন জ্যেষ্ঠ আইএসের নেতাকে গ্রেফতার করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, জেনারেল আহমেদ আল-দালাতি বলেছেন, দামেস্কের একজন আইএস নেতা তাহা আল-জুবিকে বেশ কয়েকজন সদস্যের সাথে আটক করা হয়েছে। তিনি আবু ওমর তাবিয়া নামেও পরিচিত।
সিরিয়ার মধ্যাঞ্চলের পালমিরায় গত ১৩ ডিসেম্বর এক হামলায় দুই মার্কিন সৈন্য ও একজন মার্কিন বেসামরিক নাগরিক নিহত হন। সে সময় ওয়াশিংটন জানিয়েছিল, আইএসের একজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। এ ঘটনার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আইএসের ওই জেষ্ঠ্য নেতাকে গ্রেফতার করা হয়।
দালাতি বলেন, ‘আমাদের বিশেষায়িত ইউনিটগুলো জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট ও আন্তর্জাতিক জোট বাহিনীর সহযোগিতায় আইএসের একটি ঘাঁটি লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে।’
সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ১৩ ডিসেম্বরের হামলার জবাবে ২০ ডিসেম্বর মার্কিন বিমান হামলায় অন্তত পাঁচ আইএস সদস্য নিহত হন।
গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের উৎখাতের পর এটি ছিল প্রথম প্রথম বড় কোনো সহিংসতার ঘটনা। সিরিয়ার কর্তৃপক্ষ জানায়, ওই হামলাকারী দেশটির নিরাপত্তা বাহিনীরই একজন সদস্য ছিলেন। তাকে উগ্রপন্থী মতাদর্শের কারণে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছিল।
সূত্র : এএফপি


