ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের ড্রোন হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী ইলাতে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।
জেরুসালেম থেকে এএফপি জানিয়েছে, ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। ইহুদি নববর্ষ রোশ হাশানাহের দ্বিতীয় দিনে হামলাটি চালানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লোহিত সাগরের উপকূলীয় শহর ইলাতে পতিত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
ইসরাইলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তাদের দল ২২ জনকে চিকিৎসা দিয়েছে। এর মধ্যে ২৬ ও ৬০ বছর বয়সী দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং একজন মাঝারি ও অন্যান্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ড্রোনটি ইলাত শহরের কেন্দ্রে আঘাত করেছে, যা পর্যটক সমাগমের স্থান হিসেবে পরিচিত। এতে এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে, হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী দক্ষিণ ইসরাইলের দুটি স্থানে দুইটি ড্রোন হামলা চালিয়েছে।
ইসরাইল ইতোমধ্যেই ইয়েমেনে একাধিক বিমান হামলা চালিয়েছে। গত মাসে হাউছি সরকারের প্রধানসহ আরো ১১ জন সিনিয়র কর্মকর্তাকে হত্যা করেছে।
হাউছিরা ২০২৩ সালের অক্টোবর মাসে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে।
সূত্র : বাসস