ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু

তদন্তকারীরা জানতে পেরেছেন, খাবারের হোটেলটির নিচতলার একটি কক্ষে সম্প্রতি কীটনাশক স্প্রে করা হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন

তুরস্কের ইস্তাম্বুলের একটি হোটেলে সন্দেহজনক বিষক্রিয়ায় তুর্কি-জার্মান এক পরিবারের মা ও দুই শিশুর মৃত্যুর পর শনিবার (১৫ নভেম্বর) হোটেলটি খালি করে দেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

ইস্তাম্বুল থেকে এএফপি জানিয়েছে, ফাতিহ এলাকায় অবস্থিত হোটেলটির নাম প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম বিরগুনের প্রতিবেদনে বলা হয়, সেখানকার সব অতিথিকে অন্য হোটেলে সরিয়ে নেয়া হয়েছে। তবে মোট কতজন অতিথি ছিলেন তা উল্লেখ করা হয়নি।

একই হোটেলের আরো দুই পর্যটকের শনিবার বমির উপসর্গ দেখা দেয়। পরে তাদেরও হাসপাতালে নেয়া হয়।

গত বুধবার তুর্কি-জার্মান পরিবারটি অসুস্থ হয়ে পড়ে। জানা যায়, তার আগে বসফরাস সেতুর পাদদেশে অবস্থিত ওরতাকয় এলাকায় জনপ্রিয় কয়েকটি স্ট্রিটফুড খেয়েছিলেন তারা। অসুস্থ হওয়ার পর তাদের সবাইকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু ছয় ও তিন বছর বয়সী দুই শিশু বৃহস্পতিবারই মারা যায়। দেশটির বিচারমন্ত্রী জানান, শিশুদের মা তার একদিন পর মৃত্যুবরণ করেন।

ইস্তাম্বুলের আঞ্চলিক স্বাস্থ্য প্রধান আবদুল্লাহ এমরে গুনের শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে জানান, শিশু দুটির বাবা এখনো ‘সঙ্কটাপন্ন অবস্থায়’ রয়েছেন।

পরিবারটির সদস্যরা কোন ধরনের খাবার খেয়েছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে গণমাধ্যমগুলো। তবে শনিবার হুরিয়েত অনলাইন জানায়, তদন্তকারীরা জানতে পেরেছেন, খাবারের হোটেলটির নিচতলার একটি কক্ষে সম্প্রতি কীটনাশক স্প্রে করা হয়েছিল। পুলিশ ওই হোটেলের এক কর্মী ও দুই পেস্ট কন্ট্রোল কর্মীসহ মোট সাতজনকে আটক করেছে।

পরিবারটি তুরস্কের হলেও স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করত। সম্প্রতি তারা ছুটিতে ইস্তাম্বুলে ঘুরতে যায়।

সূত্র : বাসস