ব্যর্থতার দায়ে ইসরাইলের বেশ কয়েকজন জেনারেলকে বরখাস্তের ঘোষণা

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য ইসরাইলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির
ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির |সংগৃহীত

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য ইসরাইলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তদন্তের পর জামির রোববার রাতে বলেন, তিনি ‘ইসরাইল রাষ্ট্রের বেসামরিক নাগরিকদের রক্ষা করতে’ সেনাবাহিনীর ব্যর্থতার জন্য বেশ ক’জন সিনিয়র কমান্ডারকে বরখাস্ত ও তিরস্কার করেছেন।

সূত্র : এএফপি/বাসস