২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য ইসরাইলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তদন্তের পর জামির রোববার রাতে বলেন, তিনি ‘ইসরাইল রাষ্ট্রের বেসামরিক নাগরিকদের রক্ষা করতে’ সেনাবাহিনীর ব্যর্থতার জন্য বেশ ক’জন সিনিয়র কমান্ডারকে বরখাস্ত ও তিরস্কার করেছেন।
সূত্র : এএফপি/বাসস



