আত্মহত্যার চেষ্টা আরো ২৭৯ ইসরাইলি সেনার

২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ২৭৯ ইসরাইলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি সেনা
ইসরাইলি সেনা |সংগৃহীত

২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ২৭৯ ইসরাইলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম কান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশটির সংসদীয় গবেষণা ও তথ্য কেন্দ্রের সূত্রে এই তথ্য জানিয়েছে গণমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলি সেনাদের মধ্যে আশঙ্কাজনকহারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা চালান। এর মধ্যে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়।

সূত্রটি আরো জানিয়েছে, ২০১৭ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১২৪ সেনা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৬৮ শতাংশ বাধ্যতামূলক সেনা সার্ভিসে ছিলেন। ২১ শতাংশ ছিলেন রিজার্ভ সেনা এবং ১১ শতাংশ স্থায়ী বা পেশাদার সেনা।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় হাজার হাজার রিজার্ভ সেনাকে বাহিনীতে অন্তর্ভুক্ত করে ইসরাইল। যারা গাজায় সক্রিয়ভাবে গণহত্যায় অংশ নিয়েছে। তাদের অনেকের মধ্যেই এখন আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে ফুটে উঠেছে।

সূত্র : কান