ইউরোপের গান প্রতিযোগিতার অনুষ্ঠান ইউরোভিশন ২০২৬ থেকে ইসরাইলকে বয়কটের আহ্বান জানিয়েছে নেদারল্যান্ডস।
শনিবার (১৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে অনুষ্ঠিত গানের প্রতিযোগিতা থেকে প্রত্যাহারের হুমকি দেয়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সাথে যোগ দিয়ে নেদারল্যান্ডস ঘোষণা করেছে যে তারা ভিয়েনায় ২০২৬ সালের ইউরোভিশন বয়কট করবে।
আইরিশ সম্প্রচারক আরটিই এর আগে একই ধরণের বিবৃতি প্রকাশ করে বলেছে, গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের ফলে তাদের অংশগ্রহণ ‘অবিবেচনাপ্রসূত’ হবে।
আইসল্যান্ড জানিয়েছে, তারা প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করতে পারে এবং স্পেনের প্রধানমন্ত্রী ইসরাইলকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন।
সূত্র : আল জাজিরা