সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশে দেশের সবচেয়ে বড় তেলক্ষেত্র থেকে রোববার সরে গেছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী। দেশটির এক পর্যবেক্ষক এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সরকারপন্থী বাহিনীর দখল বাড়ার প্রেক্ষাপটে এই প্রত্যাহারের ঘটনাটি ঘটলো। একই সময়ে কুর্দি যোদ্ধাদের সাথে সরকারি সেনাদের সঙ্ঘর্ষও হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানান, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) রোববার ভোরে দেইর এজ-জোরের পূর্বাঞ্চলের গ্রামীণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণাধীন সব এলাকা ছেড়ে দেয়। এর মধ্যে আল-ওমর ও তানাক তেলক্ষেত্রও রয়েছে।
সূত্র : এএফপি/বাসস



