ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দিতে ইসরাইলি সংসদে বিল পাসের উদ্যোগ

ইসরাইলি নেসেট জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড প্রবর্তনের জন্য একটি বিল উত্থাপন করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি সংসদ
ইসরাইলি সংসদ |পার্সটুডে

ইসরাইলি নেসেট জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড প্রবর্তনের জন্য একটি বিল উত্থাপন করেছে। বুধবারের মধ্যেই নেসেট প্লেনামে বিলটির প্রথম পাঠ শুরু হতে পারে।

বিতর্কিত আইনটিতে বলা হয়েছে, ‘যারা ইসরাইলের নাগরিককে জাতীয়তাবাদী মনোভাব নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করেছে’ তাদের মৃত্যুদণ্ড দিতে পারবে আদালত। এটি এমন কোনো ইসরাইলি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যিনি কোনো ফিলিস্তিনিকে হত্যা করেছেন।

ইসরাইলি শাসকগোষ্ঠীর বন্দীবিষয়ক কর্মকর্তা গ্যাল হির্শ কমিটিকে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিলটিকে সমর্থন করেন।

হির্শ এর আগে বলেছিলেন, গাজায় বন্দী থাকাকালীন সময়ে তিনি বিলটির বিরোধিতা করেন। কিন্তু তিনি এখন কমিটিকে বলেছেন, বন্দীদের সকলকে ফিরিয়ে দেয়া হয়েছে। তাই তিনিও তার বিরোধিতা তুলে নিয়েছেন।’

ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির বিলটিকে সমর্থন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে বলেছেন যে আদালতের এই বিষয়ে বাছ-বিচার থাকা উচিত নয়।

এদিকে, ফিলিস্তিনি স্ব-শাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি এই উদ্যোগের নিন্দা জানিয়ে একে যুদ্ধ অপরাধ ও গণহত্যা বিস্তারের প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

সূত্র : পার্সটুডে