গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা : যা বলছে গাজাবাসী ও ফিলিস্তিন কর্তৃপক্ষ

‘এতে এমনসব প্রস্তাব করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জানে যে, হামাস এটা গ্রহণ করবে না। তার মানে, যুদ্ধ এবং দুর্ভোগ চলতেই থাকবে,’ বলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজার একাংশ
ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজার একাংশ |ফাইল ছবি

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০-দফা প্রস্তাবনা দিয়েছেন তাকে ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করেছে গাজাবাসী। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রস্তাবনাটিকে স্বাগত জানিয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনাকে গাজাবাসী প্রহসন হিসেবে দেখছে। তারা সংশয় প্রকাশ করেছে যে, এ উদ্যোগ যুদ্ধ বন্ধ করতে পারবে না।

খবরে বলা হয়, দক্ষিণ গাজার উপকূলীয় আল-মাউয়াসি ক্যাম্পে আশ্রয় নেয়া ৩৯ বছর বয়সী ইব্রাহিম জুদেহ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটা পরিষ্কার যে এটা একটা অবাস্তব প্রস্তাব।’

‘এতে এমনসব প্রস্তাব করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জানে যে, হামাস এটা গ্রহণ করবে না। তার মানে, যুদ্ধ এবং দুর্ভোগ চলতেই থাকবে,’ বলেন তিনি।

৫২ বছর বয়সী আবু মাজেহ নাসেরও একই রকম অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন, ‘এটা গাজায় যুদ্ধবন্দীদের মুক্ত করার একটা কৌশল মাত্র। এর মাধ্যমে কোনো শান্তি আসবে না।’

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে বাস্তুচ্যুত হয়ে উত্তর গাজায় অবস্থান নেয়া আবু মাজেহ নাসের প্রশ্ন রাখেন— যুদ্ধ শেষ করার আনুষ্ঠানিক গ্যারান্টি ছাড়াই সমস্ত বন্দীকে হস্তান্তর করার অর্থ কী? তিনি বলেন, ‘এটা সবই কারসাজি।’

তিনি বলেন, ‘হামাস তো দূরের কথা সাধারণ জনগণ হিসেবে আমরাও এ প্রহসন মেনে নিতে পারি না।’

ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানালো ফিলিস্তিন কর্তৃপক্ষ

যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তারা শান্তি স্থাপনে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক’ সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে কাজ চালিয়ে যাবে।

ট্রাম্পের প্রস্তাবনা অনুসারে, ‘সংস্কার কার্যক্রম’ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ পাবে ফিলিস্তিন কর্তৃপক্ষ। সে পর্যন্ত গাজার শাসন করবে একটি ‘অস্থায়ী টেকনোক্র্যাট’ সরকার।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপ

গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস এখনো প্রতিক্রিয়া না জানালেও উপত্যকাটির আরেকটি প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপ (পিআইজে) প্রস্তাবের বিরোধিতা করছে। গোষ্ঠীটির প্রধান জিয়াদ আল-নাখালা মার্কিন এ ঘোষণাকে ‘অঞ্চলটিকে গুড়িয়ে দেয়ার পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সূত্র : আল জাজিরা