প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফরে যাচ্ছেন শারা

মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুসারে, পূর্ববর্তী কোনো সিরিয়ার প্রেসিডেন্ট ওয়াশিংটনে সরকারি সফর করেননি।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা |সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করবেন। শনিবার (১ নভেম্বর) সিরিয়ায় নিযুক্ত বিশেষ মার্কিন দূত টম ব্যারাক এ তথ্য জানিয়েছেন। এটি হবে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম ওয়াশিংটন সফর।

এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই সফর ‘আগামী ১০ নভেম্বরের কাছাকাছি’ সময়ে অনুষ্ঠিত হবে।

বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক বৈশ্বিক নিরাপত্তা ও ভূরাজনীতিবিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের ব্যারাক বলেন, ‘আশা করি এই সফরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামিক স্টেটবিরোধী জোটে যোগ দেবে সিরিয়া।’

বিষয়টির সাথে পরিচিত একটি সিরিয়ান সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই সফর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুসারে, পূর্ববর্তী কোনো সিরিয়ার প্রেসিডেন্ট ওয়াশিংটনে সরকারি সফর করেননি। এর আগে, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন শারা।

ব্যারাক বলেন, ওয়াশিংটন ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্য ওয়াশিংটনের নেতৃত্বাধীন জোটে যোগদানের জন্য সিরিয়াকে নিয়োগের লক্ষ্যে কাজ করছে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে সিরিয়া ও ইরাকের প্রায় এক তৃতীয়াংশ এই উগ্রবাদী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল।

সূত্র : রয়টার্স