ইরানের দক্ষিণাঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণের জন্য তেহরানের সাথে রাশিয়া ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
দুই দেশের মধ্যে চুক্তির ঘোষণাটি এমন এক সময় এলো, যখন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার সমর্থিত একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে চলেছে। ওই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর তথাকথিত ‘স্ন্যাপব্যাক মেকানিজমে’র অধীনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পুনর্বহাল কমপক্ষে ছয় মাসের জন্য পিছিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, এই চুক্তিতে দক্ষিণ হরমোজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর (১২৩৫ একর) জমিতে চারটি নতুন ইউনিট নির্মাণের কথা বলা হয়েছে। অঞ্চলটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের উপসাগরজুড়ে অবস্থিত।
ইরনা আরো জানিয়েছে, জেনারেশন-থ্রি পাওয়ার রিঅ্যাক্টরগুলো পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
এর আগে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, তারা বুধবার মস্কোতে ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কিন্তু সে সময় কতগুলো কেন্দ্র হবে, তা জানানো হয়নি।
ইরানে উচ্চ চাহিদার সময়ে বিদ্যুত ঘাটতি দেখা দেয়। বর্তমানে দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। রাশিয়ার নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির ক্ষমতা এক গিগাওয়াট।
সূত্র : আল জাজিরা