ফিলিস্তিনি ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের পথে সবচেয়ে বড় বাধা ইসরাইল : জর্ডান

ফিলিস্তিনি ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে ইসরাইলকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে জর্ডান।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী আইমান আস-সাফদি
পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী আইমান আস-সাফদি |স্কাই নিউজ

ফিলিস্তিনি ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে ইসরাইলকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে জর্ডান। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী আইমান আস-সাফদি এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জর্ডান পররাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা বিশ্ব এখন দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে ঐকমত্যে পৌঁছেছে। এতে জোরালোভাবে প্রমাণিত হয় যে একটি ব্যাপক ও ইনসাফপূর্ণ শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য একমাত্র পথ হলো এই সমাধানকে কাজে লাগানো। সবাই এই বিষয়ে একমত হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে এখন একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে।

জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে এক বিবৃতিতে সাফদি বলেন, উগ্রবাদী ইসরাইলি সরকারের অবস্থান -যা তার উগ্রবাদী প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত হয়- তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না। যখন তাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে কখনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়া হবে না, তখন তিনি যেন বলেন, এই অঞ্চলে কোনো ব্যাপক ও ইনসাফপূর্ণ শান্তিচুক্তি হতে দেব না। কেননা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই।

তিনি আরো বলেন, বিশ্ববাসী এখন বুঝে গেছে যে ইসরাইল যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ওই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের কোনো অংশীদার পাওয়া যাবে না।

সূত্র : স্কাই নিউজ