‘হানজালা’ হ্যাকিং গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ঘোষণা করেছে, তারা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অফ স্টাফ ‘তাহি ব্র্যাভারম্যান’র সেল ফোন হ্যাক করেছে। সেখান থেকে তারা প্রচুর গোপনীয় তথ্যও পেয়েছে।
নেতানিয়াহু এবং ব্র্যাভারম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যাওয়ার কয়েক মিনিট আগে এই খবর প্রকাশিত হয়। এই সংবাদ তেল আবিবের রাজনৈতিক ও নিরাপত্তা পরিবেশকে ব্যাপকভাবে উত্তপ্ত করে তুলেছে।
গ্রুপের বিবৃতি অনুসারে, তারা প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফের সকল ফাইল, বার্তা এবং গোপনীয় যোগাযোগ অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে। তারা এও ঘোষণা করেছে যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে এসব তথ্যের কিছু প্রকাশ করবে।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে দাবিটি অস্বীকার করে ঘোষণা করেছে, ব্র্যাভারম্যানের অফিসে কোনো হ্যাকিং হয়নি।
হানজালাহ গ্রুপ কর্তৃক ধীরে ধীরে ফাইল প্রকাশের ফলে এই আনুষ্ঠানিক অস্বীকার সম্পর্কে সন্দেহ তৈরি হয়েছে এবং ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সূত্র : পার্সটুডে



