ইয়েমেনের হাউছি সেনাপ্রধান নিহত, ইসরাইলের দায় স্বীকার

আগস্ট মাসে ইসরাইল জানিয়েছিল, তারা সানায় বিমান হামলা চালিয়ে আল-ঘামারিসহ গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতৃত্বদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলায় ইয়েমেনের হাউছি-শাসিত সরকারের প্রধানমন্ত্রী ও আরো বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হাউছি সেনাপ্রধান মুহাম্মদ আল-গামারি
হাউছি সেনাপ্রধান মুহাম্মদ আল-গামারি |সংগৃহীত

ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা জানিয়েছে, তাদের প্রধান সামরিক কর্মকর্তা মুহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি ‘তার দায়িত্ব পালনের সময়’ নিহত হয়েছেন। তিনি তাদের দলের অন্যতম জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ছিলেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হাউছিদের ঘোষণার কিছুক্ষণ পরেই ইসরাইল তাকে হত্যার দায় স্বীকার করেছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, আল-ঘামারি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।

এদিকে, হাউছিরা এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের সাথে তাদের সংঘাত এখনো শেষ হয়নি। তারা ইসরাইলের হামলার উপযুক্ত জবাব দেবে।

বিবৃতিতে দলটি ইয়েমেনের জনগণ, আবাসিক এলাকা, অর্থনৈতিক ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর উপর ইসরাইলের বারবার ‘নৃশংস’ হামলার নিন্দা জানিয়েছে, যা "ধৈর্য,​শক্তি, অবিচলতা ও দৃঢ়তার সাথে’ মোকাবেলা করা হয়েছে।

এর আগে, আগস্ট মাসে ইসরাইল জানিয়েছিল, তারা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে আল-ঘামারিসহ গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতৃত্বদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলায় ইয়েমেনের হাউছি-শাসিত সরকারের প্রধানমন্ত্রী ও আরো বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন।

গাজায় ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে হাউছিরা ইসরাইলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এটি করছে। লোহিত সাগরে জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে তারা।

সূত্র : আল জাজিরা