ইসরাইলি হামলায় সিনিয়র নেতার মৃত্যু নিশ্চিত করল হামাস

ইসরাইলি হামলায় সিনিয়র নেতা রায়েদ সাদের মৃত্যু নিশ্চিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলায় সিনিয়র নেতার মৃত্যু নিশ্চিত করল হামাস
ইসরাইলি হামলায় সিনিয়র নেতার মৃত্যু নিশ্চিত করল হামাস |আল জাজিরা

ইসরাইলি হামলায় সিনিয়র নেতা রায়েদ সাদের মৃত্যু নিশ্চিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দলটির গাজা প্রধান খলিল হাইয়া এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করে।

রোববার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বড় ধরনের অভিযান চালায় ইসরাইল। এ হামলায় হামাসের সিনিয়র নেতা রায়েদ সাদ নিহত হন। এদিকে, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে ওই হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি আহত হয়েছে।

ভিডিও বার্তায় খলিল হাইয়া সাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করার পর বলেন, যুদ্ধবিরতির পর থেকে নিয়মিত চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে ইসরাইল। এই গতকাল সকালেও হামলা চালিয়ে হামাসের সিনিয়র নেতাকে হত্যা করেছে। সেজন্য আমরা মধ্যস্থতাকারী পক্ষকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান করব, তারা যেন দখলদার শক্তিকে চুক্তি মেনে চলতে চাপ প্রয়োগ করেন। যেহেতু তিনিই এই চুক্তির উদ্যোগ নিয়েছে, তাই তাকে এই দায়িত্ব নিতে হবে।

উল্লেখ্য, যুদ্ধবিরতির চলমান চুক্তিটি গত অক্টোবর মাসের ১০ তারিখে সম্পাদিত হয়। কিন্তু এরপরও থেমে থাকেনি ইসরাইল। প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করে হামলা করেছে গাজায়। এই সময়ে তারা অন্তত ৮০০ বার হামলা করেছে। যাতে অন্তত ৩৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা