ইয়েমেনের রাজধানী সানায় রোববার ইসরাইলের হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিদের বরাত দিয়ে সানা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানীর আকাশে একটি বিশাল আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়া নির্গত হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হাউছি-নিয়ন্ত্রিত সাবা বার্তাসংস্থা জানিয়েছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ছয় ব্যক্তি নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনেরও বেশি মানুষের অবস্থা গুরুতর।
হাউছিদের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, সানার মধ্যাঞ্চলে একটি ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।
অন্যদিকে তাদের আল-মাসিরাহ টিভি জানিয়েছে, সানার দক্ষিণে একটি তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
এই হামলাগুলো গত গতকাল রোববার হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত একটি সামরিক কম্পাউন্ড, দু’টি বিদ্যুৎ কেন্দ্র ও একটি জ্বালানি ডিপোকে আঘাত করেছে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হাউছিদের বারবার হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে।’
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের সন্ধ্যায় হাউছিরা ইসরাইলকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ‘মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি টুকরা টুকরা হয়ে গেছে’।
ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল ও ওয়াইনেট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে একটি ক্লাস্টার ওয়ারহেড ছিল। এটি ইয়েমেন থেকে ছোড়া এই ধরণের প্রথম ক্ষেপণাস্ত্র বলে জানা গেছে।
সূত্র : বাসস