হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন।
এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয় ইরানের কর্মকর্তারা।
রুবিও বলেন, ‘যারা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করবো তারা যেন এ বিষয়ে (ইরানি কর্মকর্তাদের সাথে) যোগাযোগ করে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভয়াবহ ভুল হবে।’
এমনটি হলে উত্তেজনা বাড়িয়ে দেবে বলেও বর্ণনা করেন তিনি। একইসাথে ইরানের জন্য এটি ‘অর্থনৈতিক আত্মহত্যা’ হবে বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তা।