আরো ২ পণবন্দীর লাশ হস্তান্তর করল হামাস

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় রেডক্রসের মাধ্যমে ইসরাইলি বাহিনী দুটি লাশ গ্রহণ করেছে।

নয়া দিগন্ত অনলাইন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা আরো দুই ইসরাইলি পণবন্দীর লাশ হস্তান্তর করেছে। এর এক দিন আগেই গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ধারাবাহিক হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় রেডক্রসের মাধ্যমে ইসরাইলি বাহিনী দুটি লাশ গ্রহণ করেছে।

পরে কার্যালয় জানিয়েছে, লাশ দুটির একটি আমিরাম কুপারের। তাকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার সময় কিবুৎজ নির ওজ থেকে অপহরণ করা হয়েছিল। অপর লাশটি সাহার বারুচের। তিনিও একই সময়ে কিবুৎজ বেইরি থেকে অপহৃত হয়েছিলেন।

গাজায় ইসরাইলের দুই বছরের যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, হামাস ২০ জন জীবিত বন্দীকে মুক্তি দিয়েছে এবং ইসরাইল প্রায় দুই হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। ইসরাইলি বাহিনীকে গাজা সিটি থেকে আংশিকভাবে প্রত্যাহারও করা হয়েছে।

কিন্তু ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় গাজাজুড়ে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরাইলি হামলায় ১০৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪৬ জন শিশু ও ২০ জন নারী রয়েছে।

চুক্তির অংশ হিসেবে, হামাস যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের লাশের বিনিময়ে ২৮ জন পণবন্দীর লাশ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তারা ১৫ জনের লাশ হস্তান্তর করেছে। হামাস বলেছে, তারা ধ্বংসস্তূপের মধ্যে লাশ খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তার জন্য চাপ অব্যাহত রেখেছে। ইসরাইলি বোমা হামলায় নিহত হাজার হাজার ফিলিস্তিনির এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

সূত্র : আল জাজিরা