ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প

ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় দেশটির কিছু সংসদ সদস্যের বাধার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ হাতে ইসরাইলের একজন সংসদ সদস্য
‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ হাতে ইসরাইলের একজন সংসদ সদস্য |বিবিসি

ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় দেশটির কিছু সংসদ সদস্যের বাধার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুরুতে তুমুল করতালির মধ্য দিয়ে ভাষণ শুরু করেন ট্রাম্প। কিন্তু ভাষণটি চলাকালে পার্লামেন্টের বিরোধী দলীয় কিছু সদস্য ট্রাম্পকে থামিয়ে দেন।

এর মধ্যে একজন সংসদ সদস্যের হাতে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজও দেখা যায়।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে পার্লামেন্ট কক্ষ থেকে বের করে নিয়ে যান।

সূত্র : বিবিসি