ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো সম্ভাবনা নেই : হিজবুল্লাহ প্রধান

‘আমরা লেবাননে দখলদারিত্বকে বৈধতা দেয়ার অংশ হব না এবং আমরা স্বাভাবিকীকরণ গ্রহণ করব না।’

নয়া দিগন্ত অনলাইন
হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম
হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম |সংগৃহীত

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম ইসরাইলের সাথে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এক বক্তব্যে বলেছেন, তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, আমাদের দেশের প্রতিরক্ষায় আমরা ইসরাইলি শত্রুর মুখোমুখি হচ্ছি। সমগ্র বিশ্ব আমাদের নিরুৎসাহিত করার জন্য ঐক্যবদ্ধ হলেও তা অব্যাহত রাখব।

নাঈম কাসেম আরো বলেন, আমাদের লক্ষ্য কঠিন পরিস্থিতিতেও প্রতিরোধের শিখা জ্বালিয়ে রাখা। আমরা শান্তিপূর্ণ লেবানন গড়ে তোলার জন্য প্রস্তুত। তবে আমরা আমাদের দেশকে মোকাবেলা এবং রক্ষা করার জন্যও প্রস্তুত ‘

তিনি জানান, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে পৌঁছানোর পর লেবাননের প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, আমরা লেবাননে দখলদারিত্বকে বৈধতা দেয়ার অংশ হব না এবং আমরা স্বাভাবিকীকরণ গ্রহণ করব না।

সূত্র : আল জাজিরা