ইসরাইলের গাজা দখলের সিদ্ধান্ত একেবারেই অগ্রহণযোগ্য : এরদোগান

এরদোগান পুনর্ব্যক্ত করেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের বিষয়ে ইসরাইলের সিদ্ধান্তকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একইসাথে সব সময় ফিলিস্তিনের পাশে থাকার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (৯ আগস্ট) তুর্কী সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তুরস্কের যোগাযোগ অধিদফতরের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক ফোনালাপে এরদোগান গাজায় ইসরাইলের হামলা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ফোনালাপকালে এরদোগান পুনর্ব্যক্ত করেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।

ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাব্য স্বীকৃতি সম্পর্কে ফ্রান্স, ব্রিটেন ও কানাডার বিবৃতিকে মূল্যবান বলে অভিহিত করে এরদোগান পশ্চিমা বিশ্বে ইসরাইলের ক্রমবর্ধমান সমালোচনার কথা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, তুরস্ক এই অঞ্চলে শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।