সিরিয়ার সুয়েইদায় সপ্তাহব্যাপী সংঘর্ষে নিহত বেড়ে ১ হাজার

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অন হিউম্যান রাইটস জানিয়েছে, মধ্যরাত থেকে সুয়েইদার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। সংস্থাটি আরো জানিয়েছে, গত সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদায় এক সপ্তাহের সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার পুরো প্রদেশজুড়ে একটি যুদ্ধবিরতি চলছে।

গত সপ্তাহের শেষে সিরিয়ার বেদুইন ও দ্রুজ সম্প্রদায় এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘটিত সহিংসতার প্রভাব কমাতে মানবিক কনভয়গুলো সুয়েইদায় প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অন হিউম্যান রাইটস জানিয়েছে, মধ্যরাত থেকে সুয়েইদার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। সংস্থাটি আরো জানিয়েছে, গত সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ৩৩৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৯৮ জন দ্রুজ বেসামরিক নাগরিক ছিলেন। এর মধ্যে ১৬৫ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে বলে দাবি সংস্থাটির।

এছাড়াও নিহতদের মধ্যে ৩৪২ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২১ জন বেদুইন রয়েছেন। এর মধ্যে তিনজন বেসামরিক নাগরিক দ্রুজ যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন।

এদিকে ইসরাইলি হামলায় সরকারি বাহিনীর আরো ১৫ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাতে ঘোষণা করেছে, শহরটি থেকে উভয় সম্প্রদায়ের যোদ্ধাদের সরিয়ে নেয়া হয়েছে এবং শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার যুদ্ধবিরতি ঘোষণার পর সংঘর্ষ বন্ধ হয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই