সুদানের বিমান বাহিনী কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করেছে। এই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। বুধবার রাতে সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের বিমান বাহিনী কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করেছে। এটি তখন আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নিয়ন্ত্রিত দারফুরের একটি বিমানবন্দরে অবতরণ করছিল। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফের সাথে যুদ্ধরত সুদানী সেনাবাহিনী বিমানবন্দরটিতে বারবার বিমান হামলা চালিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে একটি সামরিক সূত্র জানিয়েছে, ‘দারফুরের নায়ালা বিমানবন্দরে আমিরাতের বিমানটি বোমা হামলার শিকার হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়েছে।’ তবে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, ‘তার সরকার আক্রমণে কতজন কলম্বিয়ান নিহত হয়েছে, তা জানার চেষ্টা করছে।’ তিনি আরো বলেন, ‘আমরা তাদের লাশ ফিরিয়ে আনার চেষ্টা করব।’
সূত্র : আল জাজিরা