ফিলিস্তিনের গাজা সিটিতে গাড়িতে হামলা চালিয়ে হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, শনিবারের (১৩ ডিসেম্বর) ওই হামলায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়েছে এবং এটি অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তবে তারা রায়েদ সাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি বার্তায় ইসরাইলি বাহিনী অভিযোগ করেছে, রায়েদ সাদ হামাসের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন। বার্তায় তাকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ হিসেবেও অভিযুক্ত করা হয়।
এক ইসরাইলি প্রতিরক্ষা কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তিনি তাকে হামাসের অস্ত্র উৎপাদনকারী বাহিনীর প্রধান হিসেবে উল্লেখ করেছেন।
হামাসের সূত্রগুলোও তাকে ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের পরে গোষ্ঠীটির সশস্ত্র শাখার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে বর্ণনা করেছে। তিনি হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন। যা হামাসের অন্যতম বৃহত্তম ও সর্বাধিক সজ্জিত ব্যাটালিয়ন ছিল।
গাজা কর্তৃপক্ষের মতে, অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইল প্রতিদিনই গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত প্রায় ৮০০ বার এবং কমপক্ষে ৩৮৬ জনকে হত্যা করেছে। যা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
সূত্র : আল জাজিরা



