লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় দু’জন নিহত এবং সাতজন আহত হয়েছে। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছে, নাবাতিয়েহ প্রদেশের দৌইর শহরে ইসরাইলি হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই প্রদেশের আইতা আল-শাব এলাকায় দ্বিতীয় হামলায় আরেকজন নিহত হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি ড্রোনটি দৌইরে একটি গাড়িতে আঘাত হানে। এ সময় গাড়িতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলে উপস্থিত এএফপির একজন আলোকচিত্রী আঘাত হানা গাড়ি এবং আরো পাঁচটি ক্ষতিগ্রস্ত গাড়িতে অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভাতে দেখেছেন।
হামলায় ক্ষতিগ্রস্ত দোকান থেকে শ্রমিকদের ভাঙা কাচ সরাতেও দেখেছেন তিনি। এনএনএ জানিয়েছে, হামলায় স্থানীয় একটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : এএফপি/বাসস
 


