ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকার ২০০ ঘণ্টারও বেশি সময় পর ইন্টারনেট সংযোগ ‘খুব সামান্য’ উন্নতি হয়েছে।
শবিনার ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এ তথ্য জানিয়েছে।
নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছে, ‘২০০ ঘণ্টারও বেশি সময় পর আজ সকালে ইরানে ইন্টারনেট সংযোগে খুব সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে।’
তারা আরো জানায়,, সংযোগ স্বাভাবিক স্তরের মাত্র ২ শতাংশ এবং ‘উল্লেখযোগ্য’ কোনো লক্ষণ নেই।
পর্যবেক্ষকরা গতকাল শুক্রবার জানিয়েছেন, ইরানে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কঠোর দমন-পীড়নের পর শান্ত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং এটি দেশের সবচেয়ে বড় প্রতিবাদের এক সপ্তাহ পরে ঘটেছে।
ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজার বন্ধের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়।
সূত্র : বাসস



