ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিউনিসিয়ায় নোঙ্গর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজের উপর ড্রোন হামলার সরাসরি অনুমোদন দিয়েছিলেন। বিষয়টি সম্পর্কে অবহিত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিউনিসিয়ার সিদি বো সাইদের বন্দরে নোঙর করা পর্তুগাল ও যুক্তরাজ্যের পতাকাবাহী দুটি নৌযানকে লক্ষ্য করে গত ৮ ও ৯ সেপ্টেম্বর পৃথকভাবে হামলা চালানো হয়। তবে এসব হামলায় কেউ নিহত বা আহত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা সিবিএসকে বলেন, নৌযানগুলোর একটিতে ইসরাইলি বাহিনী সাবমেরিন থেকে ড্রোন নিক্ষেপ করে এবং আরেকটিতে অগ্নিসংযোগকারী ডিভাইস ফেলে, যার কারণে আগুন লেগে যায়।
আন্তর্জাতিক মানবিক আইন ও সশস্ত্র সংঘাতের আইনের অধীনে সব পরিস্থিতিতে বেসামরিক জনগোষ্ঠী বা বস্তুর ওপর অগ্নিসংযোগকারী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ।
ইসরাইলি সেনাবাহিনী ও নেতানিয়াহু এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টিরও বেশি নৌযান আটক করে ইসরাইলি বাহিনী। এ সময় নৌযানগুলোতে থাকা ৫০০ মানবাধিকার কর্মীকেও আটক করা হয়।