গাজায় সৈন্য পাঠানোর মার্কিন প্রস্তাবে রাশিয়া, চীনের বিরোধিতা

রাশিয়া-চীনের পাশাপাশি বেশ কয়েকটি আরব দেশও মার্কিন প্রস্তাবের বিরোধিতা করেছে।

নয়া দিগন্ত অনলাইন

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনে জাতিসঙ্ঘের অনুমোদন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে, তা রাশিয়া, চীনসহ একাধিক আরব দেশের বিরোধিতার সম্মুখীন হয়েছে। দেশগুলো যুদ্ধ-পরবর্তী গাজার শাসন ব্যবস্থার কাঠামো এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য কোনো অন্তর্বর্তীকালীন ভূমিকার অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আলোচনার বিষয়ে অবহিত জাতিসঙ্ঘের চারজন কূটনীতিকের মতে, ভেটোপ্রাপ্ত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মস্কো ও বেইজিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে ‘শান্তি পর্ষদ’ খসড়া প্রস্তাব থেকে সম্পূর্ণরূপে বাদ দেয়ার দাবি জানিয়েছে।

বুধবার রাতে যে সংশোধিত খসড়া ফিরিয়ে দেয়া হয়, সেখানে যুক্তরাষ্ট্র ওই শান্তি পর্ষদের কথা উল্লেখ করেছিল। তবে আগের খসড়ায় রাজনৈতিক দিকনির্দেশনার অভাব ছিল। এই অভিযোগের জবাবে নতুন খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করেছে ওয়াশিংটন।

কূটনীতিকরা বলেছেন, আলোচনায় শব্দের ব্যবহার নিয়ে টানাপোড়েন নতুন কিছু নয়। তবে দুই বছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যার পর এই আপত্তিগুলো স্পষ্ট করে দিচ্ছে যে গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের অবস্থানে বড় পার্থক্য রয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রাথমিক খসড়ায় বলা হয়, ২০২৭ সাল পর্যন্ত গাজায় কার্যক্রম পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক বাহিনীকে বিস্তৃত ম্যান্ডেট দেয়া হবে। এই বাহিনী এখনো প্রতিষ্ঠিত না হওয়া শান্তি পর্ষদের সাথে সমন্বয় করবে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড