গাজার উপর আরোপিত অবরোধ ভাঙ্গার উদ্দেশে ইতালি ত্যাগ করেছে আরো ১০টি নৌকার একটি ফ্লোটিলা।
শনিবার ইতালির সিসিলির কাতানিয়ার সান জিওভানি লি কোটি বন্দর থেকে তারা এই যাত্রা শুরু করেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আ থাউজেন্ড ম্যাডেলাইনস টু গাজা নামের দু’টি সংস্থা এই নতুন ফ্লোটিলা (নৌবহর) চালু করার ঘোষণা দিয়েছে।
আয়োজকদের মতে, নতুন এই নৌবহরে ২০টিরও বেশি জাতীয়তাবাদের প্রায় ৭০ জন কর্মী থাকবেন। এর মধ্যে বেলজিয়াম, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেনের নাগরিক রয়েছে।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিছু সংসদ সদস্য রয়েছে, যারা তাদের নির্বাচনী এলাকার জনগণের কণ্ঠস্বর ও ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির বার্তা পৌঁছে দেবেন।
সূত্র : আল জাজিরা