মিসরে ট্রাকের সাথে মিনিবাসের সংঘর্ষে নিহত ১৯

মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যমে প্রকাশিত নাম এবং বয়সের তালিকা অনুসারে, বেশিভাগ শ্রমিকই কিশোর ছিল। এদের মধ্যে দু’জনের বয়স মাত্র ১৪ বছর

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মিসরে শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন, যাদের বেশিভাগই কিশোরী।

শনিবার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজধানী কায়রোর উত্তরে মেনুফিয়ায় নীল নদের ডেলটা প্রদেশের আশমাউন শহরের একটি আঞ্চলিক সড়কে স্থানীয় সময় শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে।

মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আখবার আল-ইয়োম বলেছে, শ্রমিকরা তাদের নিজ গ্রাম কাফর আল-সানাবসা থেকে কর্মক্ষেত্রে যাওয়ার সময় মিনিবাসের সাথে ট্রাকের সংঘর্ষ ঘটে। মিসরের আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল-আহরামে প্রকাশিত নাম এবং বয়সের তালিকা অনুসারে, বেশিভাগ শ্রমিকই কিশোর ছিল। এদের মধ্যে দু’জনের বয়স মাত্র ১৪ বছর।

সরকারি পরিসংখ্যান অনুসারে, মিসরে প্রায় ১৩ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু কোনো না কোনো ধরনের শিশুশ্রমে নিযুক্ত রয়েছে। প্রায়শই এসব দুর্ঘটনার শিকার হয় গ্রামীণ এলাকার অপ্রাপ্তবয়স্ক শ্রমিকেরা।

মিসরের শ্রম মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, শুক্রবারের দুর্ঘটনায় মাত্র তিনজন বেঁচে গেছে। তাদের জেনারেল আশমাউন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেশটির শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ মিসরীয় পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া আহতদের ২০ হাজার মিসরীয় পাউন্ড দেয়া হবে।