গত দুই বছর ধরে গাজার ওপর ইসরাইল যে পাশবিকতা চালাচ্ছে, তা ফুটে উঠেছে, ছোট্ট একটি ভিডিও ক্লিপে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আলজাজিরা মুবাশির ওই ভিডিওটি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়- ইসরাইলি বিমান হামলায় শহীদ বাবাকে বিদায় দিচ্ছে গাজার এক শিশু। এ সময় কান্নাজড়িত কণ্ঠে সে তেলাওয়াত করছে এ সংক্রান্ত কোরআনের বিশেষ কয়েকটি আয়াত।
অর্থ: ‘যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা অনুভব করতে পার না।’
‘আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’
‘যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী।’
‘তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।’ (সুরা বাকার, আয়াত : ১৫৪-১৫৭)
আবেগভরা কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদ বাবাকে এভাবে বিদায় দেয়ার ভিডিওটি মুগ্ধ করেছে বিশ্বব্যাপী অসংখ্য মানুষকে। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারী অনেকের হৃদয়কেও স্পর্ষ করেছে।
-ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : আলজাজিরা মুবাশির