সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো জাতিসঙ্ঘ

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতা হিসেবে শারা জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞার অধীনে ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা |সংগৃহীত

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে হোয়াইট হাউস সফরের আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

সিরিয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়। পরে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল-শারাকে মনোনীত করা হয়।

ওয়াশিংটনের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, জাতিসঙ্ঘ একটি ‘জোরালো রাজনৈতিক সংকেত’ পাঠিয়েছে। এতে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়া একটি ‘নতুন যুগে’ প্রবেশ করেছে বলে স্বীকৃতি দেয়া হয়েছে।

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতা হিসেবে শারা জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞার অধীনে ছিলেন। চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্র এইচটিএসকে বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেয়। জাতিসঙ্ঘ সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে।

এদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় বলেন, ‘সিরিয়া ও তার জনগণের প্রতি সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি সিরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছে।’

আগামী সোমবার আহমেদ আল-শারা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। এর আগে, ট্রাম্প বলেন, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছেন।

চলতি বছরের মে মাসে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদে শারার সাথে প্রথমবারের মতো বৈঠক করেন। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘দৃঢ়চেতা নেতা’ হিসেবে বর্ণনা করেন।

সূত্র : বিবিসি