দাবানলে ভণ্ডুল ইসরাইলের জাতীয় দিবস

দাবানলের ভয়াবহতা বিবেচনায় পূর্বনির্ধারিত ‘জাতীয় দিবসের’ সব ধরনের কার্যক্রম বাতিল করেছে ইসরাইল।

নয়া দিগন্ত অনলাইন

ইসরাইলে সম্প্রতি ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে দেশটির জাতীয় দিবসের সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দাবানলের ভয়াবহতা বিবেচনায় পূর্বনির্ধারিত ‘জাতীয় দিবসের’ সব ধরনের কার্যক্রম বাতিল করেছে ইসরাইল।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেন এবং জেরুসালেম পাহাড় এলাকায় দমকলবাহিনীকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি প্রবল বাতাসের কারণে মধ্য ইসরাইলের বিভিন্ন শহরে দাবানল ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০ হাজার ডুনাম (২,৫০০ একর) এলাকা পুড়ে যায়। এছাড়া অন্তত নয়জন আহত হন। উদ্ধার কর্তৃপক্ষ সেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি