গাজা ইস্যুতে মতবিরোধ, নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও হানেগবির মধ্যে ক্রমেই মতবিরোধ বেড়ে চলছিল।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (মাঝে) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি (বামে)
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (মাঝে) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি (বামে) |সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন হানেগবি। এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গিল রেইচকে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে হানেগবি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ আমাকে জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগের বিষয়ে জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আমার মেয়াদ আজ শেষ হচ্ছে।’

এর কিছুক্ষণ পরেই ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান গিল রেইচকে পরিষদের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করবেন।

এতে আরো বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত তিন বছর ধরে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য জাচি হানেগবিকে ধন্যবাদ জানাচ্ছেন এবং তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছেন।’

গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও হানেগবির মধ্যে ক্রমেই মতবিরোধ বেড়ে চলছিল। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, গাজা সিটির সম্পূর্ণ দখলের বিরোধিতা এবং হামাসের সাথে আংশিক চুক্তি অনুসরণের প্রতি হানেগবির সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

হানেগবি তার বিবৃতিতে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করার আহ্বান জানান। তিনি স্বীকার করেন, এর দায় তারও রয়েছে।

নেতানিয়াহুর সরকার এখনো বিষয়টি তদন্তের জন্য কমিশন গঠন করেনি। ইসরাইলের বিরোধী দল তার বিরুদ্ধে প্রক্রিয়াটি থামিয়ে দেয়ার অভিযোগ তুলেছে।

সূত্র : আল জাজিরা