যুদ্ধবিরতির বৈঠকে এই প্রথম অংশ নেবে ইসরাইল ও লেবাননের বেসামরিক কূটনীতিকরা

লেবাননের নাকোরায় যুদ্ধবিরতির বৈঠকে প্রথমবারের মতো ইসরাইল ও লেবাননের দু’জন বেসামরিক কূটনীতিক অংশগ্রহণ করবে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলের হামলা
লেবাননে ইসরাইলের হামলা |সংগৃহীত

লেবাননের নাকোরায় যুদ্ধবিরতির বৈঠকে প্রথমবারের মতো ইসরাইল ও লেবাননের দু’জন বেসামরিক কূটনীতিক অংশগ্রহণ করবে। বুধবার (৩ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’ থেকে এসব তথ্য জানা গেছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) উরি রেসনিক নাকোরা আলোচনায় ইসরাইলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত অ্যাটর্নি সাইমন কারাম লেবাননের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

লেবাননে নিযুক্ত মার্কিন বিশেষ দূত মরগান ওর্টাগাস ও বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা লেবানন ও ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করেন। যাতে তারা সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক বা কূটনৈতিক কর্মীদেরও প্রতিনিধিদলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে। তারা ইসরাইল ও লেবাননের সরকারকে বলেন, ‘এটা তোমাদের কৌশলগত স্বার্থে।’

এর লক্ষ্য হলো আলোচনাকে অর্থপূর্ণভাবে এগিয়ে নেয়া। অন্তত সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে একটি পদক্ষেপের আভাস তৈরি করা।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এনএসসির উপ-প্রধানকে লেবাননে আলোচনায় একজন কূটনৈতিক প্রতিনিধি পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এটি ইসরাইল ও লেবাননের মাঝে অর্থনৈতিক সম্পর্ক এবং সহযোগিতার ভিত্তি তৈরির এটি প্রথম প্রচেষ্টা।

সূত্র : জেরুসালেম পোস্ট