লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শনিবার দক্ষিণ লেবাননে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হিজবুল্লাহর সাথে বিদ্যমান যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়ন |সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শনিবার দক্ষিণ লেবাননে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হিজবুল্লাহর সাথে বিদ্যমান যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।

গত বৃহস্পতিবার ইসরাইল দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালায়। তারা দাবি করে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ সংগঠনকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে এবং সংগঠনটি পুনরায় অস্ত্র সংগ্রহ করছে বলে অভিযোগ তোলে।

ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনোনি এক বিবৃতিতে বলেন, ‘ইইউ ইসরাইলকে জাতিসঙ্ঘের প্রস্তাব ১৭০১ এবং ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘একইসাথে আমরা লেবাননের সব পক্ষকে, বিশেষ করে হিজবুল্লাহকে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাই, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে।’

সূত্র : এএফপি/বাসস