জাতিসঙ্ঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা না দিতে এরদোগানের আহ্বান

ফিলিস্তিনের পক্ষে বরাবরই সরব এরদোগান। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের ঘটনায় প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ফিলিস্তিনে গণহত্যা’র অভিযোগও করেছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা না দিতে আহ্বান জানিয়েছেন এরদোগান
জাতিসঙ্ঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা না দিতে আহ্বান জানিয়েছেন এরদোগান |সংগৃহীত

চলতি মাসে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সদস্যদের মার্কিন ভিসা না দেয়ার সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা’র ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। খবর বার্তা সংস্থা এএফপির।

গত শনিবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের ৮০ জন সদস্যেরই ভিসা প্রত্যাখ্যান করা হবে। ওই প্রতিনিধি দলে রয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই সিদ্ধান্ত ইসরাইল সরকারের চিন্তা-ভাবনার সাথে মিলে যায়। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোর বিরোধিতা করে আসছে ইসরাইল।

সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগদানের পর চীন থেকে ফেরার পথে বিমানে তুর্কি সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোগান বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জাতিসঙ্ঘের মূলনীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়।’

তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, (যুক্তরাষ্ট্রের) সিদ্ধান্তটি যতো তাড়াতাড়ি সম্ভব সংশোধন করা প্রয়োজন।’

ফিলিস্তিনের পক্ষে বরাবরই সরব এরদোগান। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের ঘটনায় প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ফিলিস্তিনে গণহত্যা’র অভিযোগও করেছেন তিনি।