গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের ঘোষণা দিলো জাতিসঙ্ঘ

গাজাবাসীর জন্য ইসরাইলকে পর্যাপ্ত খাবার ও চিকিৎসা সহায়তা প্রাপ্যের নিশ্চিয়তা প্রদানের আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ

নয়া দিগন্ত অনলাইন
গাজায় দুর্ভিক্ষে কাতর লাখ লাখ ফিলিস্তিনি
গাজায় দুর্ভিক্ষে কাতর লাখ লাখ ফিলিস্তিনি |আল জাজিরা

জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো দুর্ভিক্ষের ঘোষণা এলো।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ, আন্তর্জাতিক খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

সংস্থাগুলো জেনেভায় এক যৌথ বিবৃতিতে বলে, গাজার অর্ধ-মিলিয়নের বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে।

এ সময় তারা আরো বলেছে যে গাজাবাসীর জন্য ইসরাইলকে পর্যাপ্ত খাবার ও চিকিৎসা সহায়তা প্রাপ্যের নিশ্চিয়তা দিতে হবে।

আন্তর্জাতিক এই সংস্থাগুলো বলেছে, ‘গাজায় খাদ্য সঙ্কটে ভুগছেন, এমন মানুষের সংখ্যা এখন তিন গুণ বৃদ্ধি পেয়েছে।’ এ সময় তারা অবিলম্বে যুদ্ধ বন্ধের প্রতি আহ্বানও জানিয়েছে।

এহেন প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র সতর্ক করেছে যে দ্রুত পদক্ষেপ না নেয়া হলে পুরো গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।

সংস্থাটি আরো জানিয়েছে, এর মধ্য দিয়েই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে দুর্ভিক্ষ রেকর্ড করা হচ্ছে।

আল জাজিরা থেকে অনুবাদ করেছেন আবু সাঈদ