জাতিসঙ্ঘে দেয়া নেতানিয়াহুর ভাষণ গাজাবাসীকে শোনানোর নির্দেশ

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ইসরাইলি বাহিনীকে নির্দেশ দিয়েছে যে গাজাবাসীকে জাতিসঙ্ঘে দেয়া ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনাতে যেন পর্যাপ্ত মাইক সিস্টেমের ব্যবস্থা রাখা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রধানমন্ত্রী
ইসরাইলি প্রধানমন্ত্রী |সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ইসরাইলি বাহিনীকে নির্দেশ দিয়েছে যে গাজাবাসীকে জাতিসঙ্ঘে দেয়া ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনাতে যেন পর্যাপ্ত মাইক সিস্টেমের ব্যবস্থা রাখা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরাইলি সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহুর কার্যালয়ের এই নির্দেশনা প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সমালোচনার মুখে পড়েছে। কারণ, এর অর্থ হলো, ইসরাইলি যোদ্ধাদেরকে তাদের নিরাপদ এলাকা ছেড়ে বের হতে হবে এবং নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হবে।

সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিষয়ে করা একটি অনুরোধের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে।

নেতানিয়াহু জাতিসঙ্ঘে এমন এক সময় ভাষণ দেবেন, যখন গাজা যুদ্ধ ও ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য ক্রমবর্ধমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে সংস্থাটির সদর দফতর বেশ উত্তপ্ত অবস্থায় থাকবে।

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে ফিলিস্তিনি প্রতিনিধি দল নিউইয়র্কে উপস্থিত জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রদের প্রতিনিধি দলকে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াক আউট করার আহ্বান জানিয়েছে একটি চিঠি দিয়েছে।

নেতানিয়াহু শুক্রবার আসরের সময় জাতিসঙ্ঘে ভাষণ দেবেন।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালা জানিয়েছে যে চিঠিতে প্রতিনিধি দলকে অনুরোধ করা হয়েছে, তারা যেন জাতিসঙ্ঘের সভাকক্ষ ও দর্শনার্থী কক্ষে সকাল থেকে বিপুল পরিমাণ কর্মকর্তাদের উপস্থিত করেন। এরপর যখন নেতানিয়াহুকে ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে, তারা তারা সবাই যেন দলে দলে সেখান থেকে বেরিয়ে যান। এর থেকে যেন এই বার্তা স্পষ্ট হয় যে গাজায় এই নির্মূল অভিযানে নেতানিয়াহু ও তার সরকারের সাথে আর কেউ একমত নয়। একইসাথে গোটা বিশ্ববাসীর সামনেও যেন বিষয়টি প্রকাশ পেয়ে যায়।

সূত্র : স্কাই ‍নিউজ