সোশ্যাল মিডিয়ায় গত সোমবার নতুন একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সেখানে ইসরাইল সমর্থিত ফিলিস্তিনি মিলিশিয়া প্রধান আবু শাবাবকে তার সঙ্গী-সাথীসহ ইসরাইল নিয়ন্ত্রিত রাফা এলাকায় দেখা গেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কোনো কোনো অ্যাক্টিভিস্ট বলছেন, এর মাধ্যমে মূলত আবু শাবাব তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা করেছে। মানুষকে বুঝানোর চেষ্টা করেছে যে তাদের যে নিশ্চিত পরিণতির কথা বলা হচ্ছে, তা অতটা সহজ হবে না। তাদেরও শক্তি-সামর্থ্য রয়েছে।
কেউ কেউ বলছেন, এই ভিডিও গাজায় দখলদার শক্তির নতুন বিপজ্জনক বাঁক বদলের ইঙ্গিত দিচ্ছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করছে, ভবিষ্যতে আবু শাবাব টিকে যেতে পারবে নাকি এর মধ্য দিয়েই তার বিশ্বাসঘাতকতকার মূল্য দেয়ার সূচনা হবে।
ব্লগারদের কেউ কেউ বলছেন, আবু শাবাবদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ইসরাইলি বাহিনীর ছত্র-ছায়ায় তারা দখলদার নিয়ন্ত্রিত এলাকায় তৎপরতা চালায়। এই ভিডিওর মধ্য দিয়ে আবু শাবাব ওই বিষয়েই স্পষ্ট বার্তা দিলেন।
অন্যরা বলছেন, এটি মূলত ইসরাইলেরই নতুন কৌশল। তারা উপত্যকার যেসব এলাকা ছেড়ে যাচ্ছে, সেখানে স্থানীয় কিছু এজেন্ট নিয়োগ দিয়ে যাচ্ছে। যেন তারা দখলদার শক্তির কল্যাণে কাজ করে। এতে একদিকে ভেতরগত কৌন্দল বৃদ্ধি পাবে। অন্যদিকে অস্থিরতাও ছড়িয়ে পড়বে।
সূত্র : আল জাজিরা