ইসরাইলের সাথে যেকোনো সময় সঙ্ঘাত শুরু হতে পারে বলে তুরস্ককে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই সতর্কবার্তাকে আমলে নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আঙ্কারা- এয়ার ডিফেন্স সিস্টেম উন্নয়ন, নাগরিক সুরক্ষার মজবুতি ও পারমাণবিক হুমকি প্রতিরোধে উন্নত আশ্রয়কেন্দ্র নির্মাণ।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান জানিয়েছেন, তুর্কিবাহিনী স্টিল ডোম সিস্টেম গ্রহণ করেছে। এতে ৪৭টি প্রতিরক্ষা যান রয়েছে। যার মূল্য প্রায় অর্ধ-বিলিয়ন ডলার।
রাজধানী আঙ্কারার আসিলসান কোম্পানির সদর দফতরে ওই সিস্টেমটি অর্পণ অনুষ্ঠান করা হয়। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গত কয়েক বছর ধরে তুরস্কের চারদিকে যে উত্তপ্ত অবস্থা, তা-ই এয়ার ডিফেন্স সিস্টেম ও রাডারের গুরুত্ব প্রতীয়মান করে।
উল্লেখ্য, স্টিল ডোম সিস্টেমটির উন্নয়নের গত সাত বছর ধরে কাজ করছে তুর্কি কোম্পানি আসেলসান। এই প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে আকাশ প্রতিরক্ষাকে উন্নত করা হয়েছে। এতে বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রকল্পটির মাধ্যমে একটি বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে নেটওয়ার্কভিত্তিক সমন্বিতভাবে বিভিন্ন প্রতিরক্ষা অস্ত্র যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে-
কোরকুট (Korkut) : প্রাথমিক সতর্কীকরণ (early warning) সুবিধাসহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
হিসার (Hisar) : মাঝারি-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
সিপার (Siper) : উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
উন্নত ইলেকট্রনিক যুদ্ধ (electronic warfare) সিস্টেম।
তুরস্কের প্রতিরক্ষাবিষয়ক ওয়েবসাইট সাওয়ানমাতার ও প্রস্তুতকারক কোম্পানির অফিসিয়াল তথ্যসূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র : আল জাজিরা