শহীদ ইজ্জুদ্দিন আল কাসসামের কবর গুঁড়িয়ে দেয়ার আহ্বান ইসরাইলের নিরাপত্তা মন্ত্রীর

হামাসের কিংবদন্তি সাবেক নেতা শহীদ ইজ্জুদ্দিন আল কাসসামের কবর গুঁড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভীর।

নয়া দিগন্ত অনলাইন
ইজ্জুদ্দিন আল কাসসামের কবর
ইজ্জুদ্দিন আল কাসসামের কবর |আল জাজিরা

হামাসের কিংবদন্তি সাবেক নেতা শহীদ ইজ্জুদ্দিন আল কাসসামের কবর গুঁড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভীর।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ক্যাবিনেটের এক বৈঠকে এই আহ্বান জানান তিনি।

ইসরাইলের হাইফা নদগীর নিশার এলাকায় পুরোনো ফিলিস্তিনি এলাকার ধ্বংসস্তুপে ইজ্জুদ্দিনের করব। সেখানে দায়িত্বশীলকে লক্ষ্য করে বেন গাভীর বলেন, আপনি কেবল কবর ভাঙার জন্য একটি নির্দেশনা জারি করেন। তা গুঁড়িয়ে দেয়া ও স্থানের নিরাপত্তা নিশ্চিত করবে ইসরাইলি পুলিশ।

তিনি আরো বলেন, মৃত্যুর পরও উগ্রবাদীদের সুখে থাকা উচিৎ নয়।

হামাসের এই কিংবদন্তি নেতার কবার ভাঙার জন্য এটিই প্রথম সুপারিশ বা আহ্বান নয়। এর আগে গত অক্টবরের ৬ তারিখে বেন গাভিরের নেতৃত্বাধীন জেউইশ পাওয়ার পার্টির ক্যাবিনেট সদস্য ইসহাক ক্রুজ এই আহ্বান জানিয়েছিলেন।

এছাড়া ইসরাইলের উগ্রবাদী গোষ্ঠীটির সহকারী গত জুলাই মাসে কবরটি পরিদর্শন করেন। তিনি ওই কবরকে উৎখাতের জন্য সরকারকে কার্যকর পরিকল্পনা নেয়ার আহ্বান জানান। একইসাথে বলেন, উগ্রবাদের সহযোগীরে জন্য কোনো মাজার রাখা যেতে পারে না।

শহীদ ইজ্জুদ্দিন কাসসাম ১৮৮৩ সালে সিরিয়ার উপকূলীয় শহর জিবিল্লাতে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্স ও ব্রিটিশ উপনিবাশবাদের বিরুদ্ধে লড়ই করেছেন। বিংশ শতাব্দির শুরুর দিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৩৫ সালের ১৯ নভেম্বর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের সময় জেনিন শহরের উপকণ্ঠে শহীদ হয়।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তার সামরিক শাখাকে তার নামেই ইজ্জুদ্দিন কাসেম ব্রিগেড বলে নাম রেখেছে।

সূত্র : আল জাজিরা