গাজাগামী সুমুদ ফ্লোটিলার নৌবহরে একাধিক ড্রোন বিস্ফোরণ

গাজায় ইসরাইলি অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছে দেয়ার লক্ষ্যে চলতি মাসের শুরুতে বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করেছে।

নয়া দিগন্ত অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে যাত্রা করা গ্রিসের উপকূলে অবস্থিত সাহায্যকারী নৌযানগুলোর কাছাকাছি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে একাধিক ড্রোন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ত্রাণ বহরের আয়োজক ও ফিলিস্তিনিপন্থী কর্মীরা জানিয়েছেন, এ সময় আকাশে ইসরাইলি ড্রোনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে জানিয়েছে, ‘একাধিক ড্রোন ও অজ্ঞাত বস্তু পড়তে দেখা গেছে। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বেশ কয়েকটি নৌযান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা এই মুহূর্তে হামলাগুলো সরাসরি প্রত্যক্ষ করছি, তবে আমরা ভয় পাইনি।’

বিবৃতিতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি-না, তা উল্লেখ করা হয়নি।

অ্যাথেন্স থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গাজায় ইসরাইলি অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছে দেয়ার লক্ষ্যে চলতি মাসের শুরুতে বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করেছে।

এদিকে জার্মান মানবাধিকার কর্মী ও ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আকার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেন, পাঁচটি জাহাজে হামলা করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা কেবল মানবিক সাহায্য বহন করছি। আমাদের সাথে কোনো অস্ত্র নেই। আমরা কারো জন্য কোনো হুমকি নই। ইসরাইলই হাজার হাজার মানুষকে হত্যা করছে এবং মানুষকে অনাহারে রাখছে।’

আগের একটি ভিডিওতে আকার বলেছিলেন, কর্মীরা ‘১৫ থেকে ১৬টি ড্রোন’ দেখতে পেয়েছেন।

সূত্র : বাসস