গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

গত ১২ ঘণ্টায় অবরুদ্ধ গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় ৩৫টি শিশুও নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, গত ১২ ঘণ্টায় অবরুদ্ধ গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৫টি শিশুও রয়েছে।

অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করার পাশাপাশি, একজন বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র সংস্থাটিকে তার কাজ সম্পাদন করতে সক্ষম করার জন্য জ্বালানি, সরঞ্জাম এবং প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য নিরাপদ মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছেন।

সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করার পাশাপাশি সংস্থাটিকে তার কাজ নির্বিঘ্নে করতে দেয়ার জন্য জ্বালানি, সরঞ্জাম ও প্রয়োজনীয় মানবিক সরবরাহ প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে, দক্ষিণ রাফায় বন্দুকযুদ্ধে ইসরাইলের এক সেনা সদস্য আহত হলে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘শক্তিশালী’ হামলার নির্দেশ দেন। এই হামলা যুদ্ধবিধ্বস্ত অঞ্চটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে সহিংস হামলা।

এদিকে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে বলেছে, তারা নিখোঁজ ইসরাইলি পণবন্দীর লাশ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করবে।

তারা এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইসরাইলের যেকোনো উসকানি লাশ অনুসন্ধান, খনন ও উদ্ধার অভিযানকে ব্যাহত করবে এবং বাকি ১৩ জন পণবন্দীর লাশ উদ্ধারে বিলম্ব হবে।

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জোর দিয়ে বলেন, আক্রমণ ও উভয়পক্ষের লঙ্ঘনের দাবি সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তিনি ক্যাপিটল হিলে সাংবাদিকদের বলেন, ‘এর মানে এই নয় যে সেখানে ছোটখাটো সংঘর্ষ হবে না।’

সূত্র : আল জাজিরা