জর্জিয়ায় আজারবাইজান সীমান্তের কাছে কমপক্ষে ২০ জন আরোহী নিয়ে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজানের গাঞ্জা শহর থেকে উড্ডয়নকারী সি-১৩০ কার্গো বিমানটিতে হতাহতের সংখ্যা বা দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
তবে ঘনিষ্ঠ মিত্র তুরস্ক ও আজারবাইজান উভয়ই ইঙ্গিত দিয়েছে যে প্রাণহানির ঘটনা ঘটেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ক্রুসহ ২০ জন তুর্কি সেনাসদস্য ছিলেন। তবে বিমানটিতে অন্য দেশের সেনাসদস্য ছিলেন কি না তা উল্লেখ করা হয়নি।
এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত বিমানটিতে আজারবাইজানের সেনাসদস্যরাও ছিলেন। বিমানটি তুরস্কে ফিরে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেলা গেলাদজে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। তিনি আরো বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, বিমানটি জর্জিয়া-আজারবাইজোনের সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কাখেতি অঞ্চলের সিঘনাঘি এলাকায় বিধ্বস্ত হয়েছে।
জর্জিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস জানায়, বিমানটি দেশের আকাশসীমায় প্রবেশের পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনার আগে এটি কোনো বিপদ সংকেত পাঠায়নি।
সূত্র : আল জাজিরা



